• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়াকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে ভারত


ক্রীড়া ডেস্ক জুলাই ২১, ২০১৭, ১০:২৮ এএম
অস্ট্রেলিয়াকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে ভারত

ঢাকা: দুর্দান্ত ভারতের নারী ক্রিকেট দল। দুর্দান্তভাবে তারা ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে।

বৃহস্পতিবার ডার্বিতে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে রোববার ইংল্যান্ডের বিরুদ্ধে শিরোপা লড়াইয়ে নামবে মিতালি রাজের দল। ১৯৮৩ সালে কপিল দেবের ভারতের পর আবার লর্ডসে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে ভারত। ক্রিকেটের মক্কায় ইংল্যান্ডকে হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাবে ভারতের নারী ক্রিকেট দল।

হারমনপ্রীত কাউরের দুরন্ত সেঞ্চুরিতে ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়াকে বড় রানের লক্ষ্য ছুরে দেয় ভারত। বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ৪২ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ২৮২ রানের লক্ষ্য দেয় মিতালিরা। ১৭১ রানের রাজকীয় ইনিংস খেলেন হারমনপ্রীত। ওয়ানডে ক্রিকেটে পঞ্চম নারী হিসেবে ‘ক্যারি দ্য ব্যাট’-এর নজির গড়েন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের নক-আউট পর্বে সর্বোচ্চ রানের মালিকও হন হারমনপ্রীত।

এদিন ইনিংশ শুরু করতে নেমে  সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন। ১১৫ বলে ২০টি বাউন্ডারি ও সাত ছক্কায় ১৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন হারমনপ্রীত। ভারতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অধিনায়ক মিতালি রাজের ৩৬। বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারতের। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। তিন ঘণ্টা পর খেলা শুরু হয়। ম্যাচ হয় ৪২ ওভারের। দ্বিতীয় ভারতীয় নারী হিসেবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান করেন হারমনপ্রীত। অস্ট্রেলিয়া লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৫ রানে গুটিয়ে যায়।

আগেই নারী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারায় তারা। আর ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ১১ বারের টুর্নামেন্টে একবারই মাত্র ফাইনালে উঠেছিল ভারতের মেয়েরা, ২০০৫ সালে। ওই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে তারা হেরে যায়। ১২ বছর পর আবার ফাইনালে উঠল ভারত।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!