• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সুযোগ বলছেন সৌম্য


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১৭, ২০১৭, ০৮:৩২ পিএম
অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সুযোগ বলছেন সৌম্য

ঢাকা: বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং বোর্ডের মধ্যে ঝামেলা এখনও মিটমাট হয়নি। অস্ট্রেলিয়া “এ’ দল দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করেছে। আগষ্টে অস্ট্রেলিয়ার জাতীয় দল বাংলাদেশে আসবে কি না সেটি এখনও অনিশ্চিত। কিন্তু মুশফিকুর রহীমের দল বসে নেই। জোরেশোরে চলছে কন্ডিশনিং ক্যাম্প। এরপর শুরু হবে ব্যাটিং-বোলিং অনুশীলন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ময়দানী লড়াইয়ের আগে কোনও কিছুতে খামতি রাখতে চান না ক্রিকেটাররা। সোমবার (১৭ জুলাই) ওপেনার সৌম্য সরকার সংবাদমাধ্যমের সামনে এসে বলে গেলেন, তাদের লক্ষ্য একটাই অস্ট্রেলিয়াকে হারানো।

কাজটি বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না। এরআগে অস্ট্রেলিয়ার সঙ্গে চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর প্রতিটিতেই হারতে হয়েছে। এই অবস্থা বদলাতে চান সৌম্য। তার কথাতে সেটাই ধরা পড়ল, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। তারা আমাদের এখানে খেলতে আসবে। আমাদের সবাই যেভাবে ভালো খেলছে, এখনই সুযোগ ভালো খেলে অস্ট্রেলিয়াকে হারানো। যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার প্রথম টেস্ট সিরিজ হবে। এটাকে স্মরণীয় করে রাখতে চাই। আমার ব্যাটিং দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জিততে পারি, সে চেষ্টাই করব।’

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের প্রত্যাশা মেটাতে পারেননি সৌম্য। ৪ ম্যাচে করেছেন মাত্র ৩৪ রান। বছরের শুরুতে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে হারানো ছন্দটা খুঁজে পেলেও সর্বশেষ ইংল্যান্ড সফরে আবার তিনি ব্যর্থ। কেন ব্যর্থ হয়েছেন, সেটির উত্তর খোঁজার চেষ্টা করছেন সৌম্য, ‘ইংল্যান্ডের সঙ্গে কিছুক্ষণ উইকেটে ছিলাম। বাকি ম্যাচগুলোয় দ্রুত আউট হয়ে গেছি। আমার খেলার ধরনই এমন। এভাবেই সাধারণত খেলি। যখন রান করি, তখন ব্যাটিং দেখতে হয়তো ভালো লাগে; যখন রান পাই না, হয়তো ব্যাটিংটা দেখতে বাজে লাগে। চাচ্ছি না নিজের খেলা বদলাতে। এখান থেকেই সফল হতে চাইছি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!