• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়াকে ২৬৪ রানের লক্ষ্য দিল পাকিস্তান


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৯, ২০১৭, ০১:৫৮ পিএম
অস্ট্রেলিয়াকে ২৬৪ রানের লক্ষ্য দিল পাকিস্তান

ঢাকা: পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৬৪ রানের লক্ষ্য ছুঁরে দিয়েছে পাকিস্তান। ওয়াকার গতিময় পিচে টস জিতে বোলিং বেছে নিয়েছিলেন স্টিভেন স্মিথ। কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানদের দৃঢ়তার কারণে বোলিং নেওয়ার পুরো ফায়দা নিতে পারেনি অস্ট্রেলিয়া। যদিও ৩৬ রানে অধিনায়ক মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে শুরুটা দারুন করে দিয়ে যান জস হ্যাজেলউড। 

তারপর পাকিস্তানের রানের চাকাকে সচল রাখেন আরেক ওপেনার শারজিল খান ও বাবর আজম। দুজনই  ফিফটির দেখা পেয়েছেন। ৪৭ বলে ৫০ করেছেন শারজিল। ইনিংস সর্বোচ্চ রান করেছেন বাবর। তার ৮৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১০০ বলে চার বাউন্ডারী আর এক ছক্কায়।

পাকিস্তানের ২৬৩ রানের ইনিংসে অবদান আছে শোয়েব মালিক ও উমর আকমলেরও। দুজনই ৪৩ রান করেছেন। শোয়েব ৪১ আর আকমল এই রান করতে খেলেছেন ৫১ বল। হ্যাজেলউড ৩২ রানে ৩টি ও ৬৫ রানে ২টি উইকেট পেয়েছেন ট্রাভিস হেড।  

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!