• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান হাইকমিশনে হুমকিদাতা তৌসিফ রিমান্ডে


বিশেষ প্রতিনিধি এপ্রিল ২৮, ২০১৭, ০৬:০৫ পিএম
অস্ট্রেলিয়ান হাইকমিশনে হুমকিদাতা তৌসিফ রিমান্ডে

ঢাকা: অস্ট্রেলিয়ান হাইকমিশনে হুমকি দেওয়ার ঘটনায় তৌসিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান থানায় তথ্যপ্রযুক্তি মামলায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

শুক্রবার (২৮ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকতা এসআই আসাদুজ্জামান। শুনানি শেষে মহানগর হাকিম ওয়ায়েজকুরনি খান চৌধুরী তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরার বনশ্রী থেকে তৌসিফ হোসেনকে আটক করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। মঙ্গলবার (২৫ এপ্রিল) একটি অজ্ঞাত ই-মেইল থেকে পাঠানো বার্তায় ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

ওই ই-মেইল বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!