• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার একি হাল! রেকর্ড গড়ে জিতল পাকিস্তান


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৯, ২০১৮, ০৭:৪০ পিএম
অস্ট্রেলিয়ার একি হাল! রেকর্ড গড়ে জিতল পাকিস্তান

ঢাকা : অস্ট্রেলিয়াকে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হতো। ব্যাটিং করতে হবে দু’দিন। এর কিছুই হয়নি। প্রথম ইনিংসে ১৪৫ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে একটু উন্নতি করেছে। তারা চতুর্থ দিনে গুটিয়ে গেছে ১৬৪ রানে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া চতুর্থ ইনিংসে ব্যাট করতে পেরেছে ৪৯.৪ ওভার। এর মাঝে তৃতীয় দিনে তারা ব্যাটিং করেছে ১২ ওভার। চতুর্থ দিনে অস্ট্রেলিয়া ব্যাটিং শুরু করেছিল ১ উইকেটে ৪৭ রান নিয়ে। শুক্রবার বাকি ৯ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে ১১৭ রান। ফলে ৩৭৩ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া। টেস্টে পাকিস্তানের কাছে এটাই তাদের সবচেয়ে বড় হার। চার বছর আগে এই আবুধাবিতে ৩৫৬ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। আর রানের হিসেবে পাকিস্তানের এটাই সবচেয়ে বড় জয়।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেও মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত বোলিংয়ে জয়টা বেশ দ্রুতই তুলে নিয়েছে পাকিস্তান। লাঞ্চে যাওয়ার আগেই জয়ের সুবাস পেতে শুরু করেছিল তারা। অস্ট্রেলিয়ার স্কোর তখন ৭ উইকেটে ১৫৫।  লাঞ্চের পর তাঁদের ইনিংস টিকেছে মাত্র ৪.৪ ওভার। দুই ম্যাচের টেস্ট সিরিজে এ নিয়ে ১-০ ব্যবধানে জিতল পাকিস্তান। দুবাইয়ে প্রথম টেস্ট ড্র হয়েছিল।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মোহাম্মদ আব্বাস দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়েছেন। ম্যাচ ও সিরিজ–সেরা আব্বাস আরব আমিরাতের মাটিতে প্রথম বোলার হিসেবে এক টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।

সকালের সেশনের শুরুতেই নিজের পরপর দুই ওভারে হেড (৩৬) ও মিচেল মার্শকে (৫) ফিরিয়ে জয়ের পথটা সুগম করেছিলেন আব্বাস। নিজের পরের ওভারে তিনি ফিরিয়েছেন ফিঞ্চকেও (৩১)। টপ অর্ডার ও মিডল অর্ডার ভাঙার পর পাকিস্তানের অপেক্ষা ছিল লেজটুকু মুড়িয়ে দেওয়ার। মিচেল স্টার্ক, পিটার সিডল আর জন হল্যান্ডকে ফিরিয়ে সেই দায়িত্ব সেরেছেন ইয়াসির শাহ। অস্ট্রেলিয়া কতটা ভঙ্গুর ব্যাটিং করেছে সেটি ইনিংসের দিকে চোখ বোলালেই বোঝা যায়। কেউ ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৪৩ রান মারনাস ল্যাবুশেইনের।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!