• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন ফকনার


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০১৭, ০১:০০ পিএম
অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন ফকনার

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষ করেই স্মিথ-ওয়ার্নাররা উড়ে যাবেন ভারতে। সেখানে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ওয়ানডে সিরিজ শেষে ভারত-অস্ট্রেলিয়া খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অনেকদিন পর রঙিন পোশাকে ফিরেছেন জেমস ফকনার ও ন্যাথান কোল্টার নাইল।ফকনারকে কেবল ওয়ানডেতে ফেরানো হলেও, কালটার নাইল আছেন দু'দলেই। টি-টোয়েন্টি দলে চমক হয়ে এসেছেন বাঁহাতি স্পিনার জেসন বেহারড্রফ।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা মোট পাঁচজন বাদ পড়েছেন ভারত সফরের ওয়ানডে দল থেকে।এঁরা হলেন মোজেজ হেনরিকুইস, ন্যাথান লায়ন, জন হ্যাস্টিংস, জেমস প্যাটিনসন আর মিচেল স্টার্ক। এদের মাঝে চোটে পড়ে বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছেন স্টার্ক।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল: স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, হিল্টন কার্টরাইট, ন্যাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জস হ্যাজেলউড, ট্রেভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়েনিকস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, জেসন বেহারড্রফ, ড্যান ক্রিস্টিয়ান, ন্যাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, মোজেজ হ্যানরিকুইস, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!