• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২০, ২০১৭, ০৬:০৫ পিএম
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল

ঢাকা: আসছে ১ জুন মাঠে গড়াচ্ছে আইসিসি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অস্টম আসর। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ঘোষিত স্কোয়ার্ডে পেসার মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসনের পাশাপাশি  সুযোগ পেয়েছেন জন হ্যাস্টিংস ও অলরাউন্ডার মইসেস হেনরিকস। ২০১৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্যাটিনসন। ইনজুরি থেকে সুস্থ হয়ে দীর্ঘদিন পর আবারো দলে ফিরলেন তিনি। শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে ১৭.৪১ গড়ে ২৪ উইকেট নেন প্যাটিসন। এছাড়া ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন তিনি। নটিংহ্যামশায়ারের হয়ে ২ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।

দীর্ঘ দিন পর দলে সুযোগ পান হেনরিকস। ২০০৯ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত মাত্র ৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন হেনরিকস। পারফরমেন্সের কারণেওয়ানডে দলে নিয়মিত হতে পারেননি তিনি। তবে সাম্প্রতিক পারফরমেন্সে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছেন হেনরিকস। বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলছেন তিনি।

ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে এবার দলকে নেতৃত্ব দেবেন ফর্মের তুঙ্গে থাকা এ ব্যাটসম্যান। এছাড়া নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, মইসেস হেনরিকস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ও অ্যাডাম জাম্পা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!