• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার পরিবর্তে আফগানিস্তান


ক্রীড়া ডেস্ক জুলাই ১৭, ২০১৭, ০৯:৪২ পিএম
অস্ট্রেলিয়ার পরিবর্তে আফগানিস্তান

ঢাকা: অসি ক্রিকেট বোর্ডের সাথে আর্থিক দ্বন্দ্বে দক্ষিণ আফ্রিকা সফর বর্জন করেছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। তাই অসিদের জায়গায় আফগানিস্তান ‘এ’ খেলার আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের আমন্ত্রণ গ্রহণ করেছে আফগানিস্তান। চলতি মাসের শেষে ‘এ’ দলের এ সিরিজে ভারত ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা দল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আর্থিক সমস্যার কারনে বোর্ডের সাথে নতুনভাবে চুক্তি করেনি অসিদের ২শ’র বেশি খেলোয়াড়। তাই বোর্ডের সাথে তাদের কোন সর্ম্পক নেই এখন। এজন্য দক্ষিণ আফ্রিকা সফর বর্জন করে দেয় অস্ট্রেলিয়া ‘এ’ ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স এসোসিয়েশন (এসিএ)।

নিজেদের মাটিতে ত্রিদেশীয় সিরিজের জন্য আফগানিস্তান ‘এ’ দলকে আমন্ত্রণ জানানোর বিষয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘আমরা খুব খুশি যে, আফগানিস্তান আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং আমাদের দেশের প্রথমবারের মত আসার জন্য আমরা তাদের অগ্রিম স্বাগতম জানাচ্ছি। কয়েক বছর আন্তর্জাতিক অঙ্গনে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য গেল মাসে আইসিসি বার্ষিক সভায় টেস্ট স্ট্যাটাস পেয়েছে আফগানিস্তান। তারা একটি ক্রিকেট পাগল জাতি এবং আমি আশা করি, আসন্ন ত্রিদেশীয় সিরিজের ভারত ‘এ’ ও আমাদের ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করবে।’

আফগানিস্তানের প্রধান নির্বাহী শফিকুল্লাহ স্তানিকজাই বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেলতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণ পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত । এই প্রথমবারের মত আমরা দক্ষিণ আফ্রিকা সফর করবো এবং আমি নিশ্চিত, ত্রিদেশীয় সিরিজে প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে আফগানিস্তান ‘এ’ দল।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!