• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার সঙ্গে বন্ধুত্ব নয় বললেন কোহলি


ক্রীড়া ডেস্ক মার্চ ২৮, ২০১৭, ০৫:৩০ পিএম
অস্ট্রেলিয়ার সঙ্গে বন্ধুত্ব নয় বললেন কোহলি

ঢাকা: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শেষ। কিন্তু বিতর্ক থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। সিরিজ শেষে সংবাদমাধ্যমের সামনে এসে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, এই সিরিজের পর অস্ট্রেলিয়ার সঙ্গে আর বন্ধুত্ব নয়। এই সিরিজ নিয়ে দু’দলের খেলোয়াড়দের নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল। প্রথম ঝামেলার সূত্রপাত হয় বেঙ্গালুরু টেস্টে অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভ স্মিথের বিতর্ক নিয়ে। রিভিউ নিতে ড্রেসিংরুমের শরণাপন্ন হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে এজন্য স্মিথকে প্রতারক বলেছিলেন কোহলি। এই বিতর্ক নিয়ে দু’দেশের বোর্ডকেও আলোচনায় বসতে হয়েছিল।

এরপর রাঁচি টেস্টে কোহলিকে নিয়ে ব্যঙ্গ করেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। এরইমাঝে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান জেমস সাদারল্যান্ড বলেন,‘ কোহলি বোধহয় সরি শব্দের বানান জানে না।’ ধর্মশালায় জস হ্যাজেলউডের ক্যাচ নিয়ে ফেলেন মুরালি বিজয়। যেটা টিভি রিপ্লে দেখা যায় ক্যাচ নেওয়ার আগে বলটি মাটি ছুঁয়েছে। এটা নিয়ে উত্তেজিত স্মিথ বিজয়কে গালি দিয়ে আবার বিতর্কে জড়ান।

বিতর্কে ভরা এক সিরিজ শেষ হল। যেটা নিয়ে আর ভাবতে চান না কোহলি। সঙ্গে এও বলে দিলেন, তার পক্ষে আর ভাঙা সম্পর্ক জোড়া লাগানো সম্ভব নয়,‘ যা হওয়ার সেটা হয়ে গেছে। অতীত নিয়ে ভাবতে চাই না। তবে এই সম্পর্ক জোড়া লাগানো আমার পক্ষে সম্ভব নয়।’

পুণে টেস্ট হেরে চার টেস্টের সিরিজে ০-১ এ পিছিয়ে পড়েছিল ভারত। এরপর বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়ায় কোহলিরা। রাঁচি টেস্ট হয় ড্র। ধর্মশালায় ৮ উইকেটে জিতে সিরিজ পকেটে পুরে নিল ভারত। ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে বলতে গিয়ে কোহলি বলেন,‘ আমরা কখনও বিশ্বাস হারাইনি। কঠিন পরিস্থিতিতে আমরা নিজেদের পারফরম্যান্স তুলে ধরতে জানি। আর আমাদের কেউ কিছু বললে তাকে পাল্টা দিতে পিছপা হব না।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!