• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪


আন্তর্জাতিক ডেস্ক জুন ৭, ২০১৬, ০৫:৪৪ পিএম
অস্ট্রেলিয়ায় ঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪

অস্ট্রেলিয়ায় আঘাত হানা শক্তিশালী ঝড়ে মঙ্গলবার প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৪। নিখোঁজ রয়েছেন এখনও ৩ জন।
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত হানা এ ঝড়ের প্রভাবে ভারী বর্ষণে নিউ সাউথ ওয়েলসে বন্যা দেখা দিয়েছে। বন্যার পনির তোড়ে বেশ কয়েকটি যানবহন ভেসে যায়। এ সময় তিন জনের প্রাণহানি ঘটে।
সিডনিতে প্রবল বাতাস ও সমুদ্রে বিশাল বিশাল ঢেউয়ের কারণে উপকূলীয় এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে। এতে সমুদ্রের তীরে অবস্থিত লন প্লাবিত এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিক্টোরিয়া ও তাসমানিয়া রাজ্যে ঝড়ের প্রভাবে বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এক নারীর মৃত্যু হয়েছে। বন্যার পানিতে তার বাড়ি জলমগ্ন হওয়ার পর তার মৃত্যু হয়। এ এলাকায় এখনও দুই জন নিখোঁজ রয়েছেন।
এছাড়া সিডনির বন্ডি বিচে সোমবার এক সাঁতারু লাফিয়ে পড়ার পর নিখোঁজ হয়েছেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!