• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্তিত্ব সংকটে চীনের মুসলিমরা!


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৭, ২০১৮, ১০:০০ পিএম
অস্তিত্ব সংকটে চীনের মুসলিমরা!

ঢাকা: চীনে বসবাসরত মুসলিমরা ক্রমশ পায়ের তলার মাটি হারাচ্ছেন? সম্প্রতি অস্তিত্ব সংকটে পড়েছে চীনে বসবাসরত মুসলিমরা। চীনের কমিউনিস্ট পার্টির হাত ধরে খাঁড়া নেমে আসতে পারে তাদের ওপর, এমনই আশঙ্কা করছেন তাঁরা। ইতিমধ্যে ১৬ রকমের নির্দেশিকা ও নিষেধাজ্ঞা জারি হয়েছে।  এমনটাই অভিযোগ করছে সেখানকার স্থানীয় মুসলিমরা।

পশ্চিম চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং-এর প্রাদেশিক সরকারের হুকুম জারি হয়েছে, যা ধর্মীয় স্বাধীনতা খর্ব করার জন্যই তৈরি বলে অভিযোগ স্থানীয় মুসলিমদের।

চীনের জিনজিয়াং প্রদেশে বেশির ভাগ মানুষই মুসলমান। নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন সময় সরব হন এ প্রদেশের বাসিন্দারা। কখনও কখনও সেই দাবি চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় চীন সরকারকে। সূত্রের খবর, তাই আরও কড়া হতে চাইছে সরকার।

জানা গিয়েছে চীনের বিভিন্ন মসজিদে আজানের সময় আর মাইক বা লাউড স্পীকারের ব্যবহার করা যাবে না। কারণ তা থেকে নাকি শব্দদূষণ ছড়ায়। এছাড়াও বলা হয়েছে মসজিদে দেশের পতাকা লাগিয়ে রাখার নির্দেশ জারি হয়েছে। ইতিমধ্যেই ৩৫৫টি মসজিদ থেকে লাউড স্পীকার সরিয়ে ফেলেছে প্রশাসন।

এর আগে, মুসলিম শিশুদের কিছু নামের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় জিনজিয়াং প্রদেশে। বলা হয় সন্তানের এমন কোনও নাম রাখা যাবে না, যা শুনে মনে হতে পারে সে ইসলাম ধর্মের অনুসারী। চীন সরকার দাবি করে, চীনে উগ্রপন্থা রুখতেই এমন সিদ্ধান্ত।

প্রাদেশিক সরকার জানায় ‘ইসলাম’, ‘কোরান’, ‘মক্কা’, ‘জেহাদ’, ‘ইমাম’, ‘সাদ্দাম’, ‘হজ’, ‘মদিনা’র মতো কিছু নাম চীনের ওই প্রদেশে রাখা যাবে না। আরও বলা হয় এই নামগুলো রাখা হলে শিশুরা প্রায় সব রকম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। স্বাস্থ্যসেবা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, শিক্ষার সুযোগ, সামাজিক সেবা থেকেও তারা বঞ্চিত হবে বলে জানানো হয়েছে।

শুধু নাম রাখার ক্ষেত্রেই নয়, এর আগে চীনে লম্বা দাড়ি রাখা নিয়েও কিছুদিন আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনের অন্যতম সংখ্যালঘু হলো মুসলমান সম্প্রদায়।

সেখানে দুরকম মুসলমান আছেন। ‘হুই’ ও ‘উইঘুর’। হুই মুসলমানরা পুরো চীনজুড়েই বাস করেন। এরা হলেন হান নৃগোষ্ঠীর মানুষ। আর উইঘুর নৃগোষ্ঠীর মুসলমানদের বাস জিনজিয়াং অঞ্চলে। চিনের বৃহত্তম এ প্রদেশটিতে তারা সংখ্যাগরিষ্ঠ। চীনের মোট আয়তনের এক ষষ্ঠাংশজুড়ে জিনজিয়াং। যার আয়তন বাংলাদেশের আয়তনের ১২ গুণ!

উল্লেখ্য, চীনে মোট জনসংখ্যার প্রায় ২ শতাংশ মুসলমান বসবাস করে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!