• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অ্যাপেলের বাজার দখল করছে স্যামসাং


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক জুলাই ১৭, ২০১৬, ০৬:৫৭ পিএম
অ্যাপেলের বাজার দখল করছে স্যামসাং

এপ্রিল মাসে অ্যপেল প্রথমবার তাদের ত্রৈমাসিক সেলসের ডাটা প্রকাশ করে। সেখানেই দেখা গিয়েছিল বাজারে অ্যাপেল ফোনের বিক্রির পরিমাণ বেশ কমেছে। সম্প্রতি আরেকটি সেলস রিপোর্টও সেই একই কথা বলে দিল। জানা গেছে অ্যাপেলের বাজার কেড়ে নিয়েছে স্যামসাং।

২০১৫ সাল থেকে ১২ শতাংশ সেল কমে গেছে আই ফোনের। তাই iPhone7 এখন বেশ চ্যালেঞ্জের মুখে। সূত্রের খবর মে মাসের শেষ অবধি আমেরিকার স্মার্টফোনের বাজারের  ১৬ শতাংশই স্যামসাং Galaxy 7-এর দখলে চলে গেছে। iPhone6-এর চেয়ে ১৪.৬ শতাংশ বিক্রি বাড়িয়ে নিয়েছে  Galaxy 7।  এত ভালো ফিচার থাকার পড়েও বাজার ধরতে না পারায় আইফোন সেভেন নিয়ে কপালে ভাঁজ পড়েছে বিনিয়োগকারীদের। বার্কলে আগাম বার্তা দিয়ে জানিয়েছে গত বছরের তুলনায় এই বছরে আইফোনের বাজার ক্রমশ পড়বে। গত বছরে আই ফোনের সেলস ইউনিট ২৩১.৫ মিলিয়ন থেকে কমে গিয়ে ২০৩.৭-এ নেমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওই সংস্থা। তাদের তথ্যে স্পষ্ট যে আইফোনের বাজার মার খাচ্ছে প্রধানত স্যামসাংয়ের জন্য। এরপরেই রয়েছে চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা জিওমি যারা বাজারে আসার পরেই ফোনের বাজারে অনেক সংস্থাকেই বেশ টক্কর দিয়ে দিয়েছিল। এই দলে রয়েছে আরেক চীনা সংস্থা হুওয়াইের নামও। প্রসঙ্গত বিশ্বের বাজারে অ্যাপলের কম্পিউটারের শেয়ার মার্কেট রেটও ৭.৪ শতাংশ থেকে ৭.১ হয়ে গেছে। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!