• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আ. লীগ কার্যালয়ে হামলা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর


ঝিনাইদহ প্রতিনিধি মার্চ ২৩, ২০১৮, ০৪:১৯ পিএম
আ. লীগ কার্যালয়ে হামলা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর

ঝিনাইদহ : জেলার শৈলকুপায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর একই দলের প্রতিপক্ষ গ্রুপ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২২ মার্চ) রাতে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাব্দার মোল্লার সমর্থক রুবেল ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেনের সমর্থক গহর আলীর মধ্যে উমেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা নিয়ে বাক-বিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে রাতে বাবুল হোসেন সমর্থকরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তাদের বাধা দিলে ৩ জনকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েক বছর আগে বাবুল হোসেন আওয়ামী লীগে যোগদান করেন।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!