• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আ. লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


ঝালকাঠি প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০১৭, ০২:০০ পিএম
আ. লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ঝালকাঠি : রাজাপুরের উত্তর কাঠিপাড়া গ্রামের আ. লীগ নেতা রজ্জব আলী খানের বাড়িতে জমি ও নির্বাচনী বিরোধের জেরে শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে হামলা, ভাঙচুর ও সোনা-টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় রজ্জব আলীর বাবা রহিম খান, তার স্ত্রী মরিয়ম আক্তার ও ভাগ্নে সাব্বির হোসেন আহত হয়েছে। আ. লীগ নেতা রজ্জব আলী খান ও তার স্ত্রী মরিয়ম আক্তার অভিযোগ করে জানান, গত ইউপি নির্বাচনে আ. লীগ নেতা রজ্জব আলী খান ও বিএনপি নেতা আনোয়ার সিকদার প্রতিদ্বন্দ্বীতা করে এবং শুক্তাগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আনোয়ার সিকদার বিজয়ী হন। সেই থেকেই তাদের মধ্যে নির্বাচনী ও জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এসব নিয়ে শনিবার দুপুরে রজ্জব ও আনোয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে আনোয়ারের ছেলে আসাদ সিকদার দেশীয় অস্ত্রে সজ্জিত ১৫/২০ জন ভাড়াটিয়া দলবল নিয়ে রজ্জবের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে ঘরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং রজ্জব আলীর ভাই সালাউদ্দিন খান সম্প্রতি জার্মানি থেকে নিয়ে আসা ল্যাবটপ, ক্যামেরা, ৫টি মোবাইল, ৭ ভরি সোনার অলঙ্কার, সোয়া লাখ টাকা, লাইট ছিনিয়ে নেয়। বাধা দিতে এলে ঘরের লোকজনের ওপর হামলা চালিয়ে আহত করে। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা শুক্তাগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার সিকদার হামলা ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় হাজিবাড়ি এলাকার একটি জমি নিয়ে রজ্জব ও আনোয়ারের সাথে কথাকাটাকাটি হয় এবং বিষয়টি শুনে আনোয়ারের ছেলে আসাদসহ তাদের আত্মীয়-স্বজনরা এলে তাদের ওখান থেকে বুঝিয়ে ফিরিয়ে দিয়েছেন। রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!