• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আ. লীগের নির্বাচনের প্রস্তুতি শুরু


বিশেষ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০২:২৮ পিএম
আ. লীগের নির্বাচনের প্রস্তুতি শুরু

ঢাকা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরেশোরে মাঠে নেমেছে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে ১৫টি টিম দেশব্যাপী কাজ শুরু করেছে।

প্রচারণার পাশাপাশি দলীয় কোন্দল মেটানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দলটির। আগামী জুনের মধ্যেই সব কিছু চূড়ান্ত করার টার্গেট তাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয় মাস বাকী। এখনই মাঠ নিজেদের পক্ষে নিতে ব্যস্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ। এরই মধ্যে মানিকগঞ্জ, বগুড়া, নড়াইল, ফেনী, নাটোর, বান্দরবানসহ বেশ কিছু জেলায় সাংগঠনিক সফর করেছে নেতারা।

নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত সক্রিয় থাকবে ১৫টি টিম। যারা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবেন একইসঙ্গে জিয়া পরিবারের সীমাহীন দুর্নীতির চিত্র জনগণের সামনে তুলে ধরবেন।

প্রচারণার পাশাপাশি দলের অসন্তোষ দূর করার দায়িত্বও এই টিমগুলোর। লক্ষ্য নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমানো। টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে নিজেদের চেষ্টায় কোনো ঘাটতি চায় না দলটি।

আওয়ামী লীগ বিশ্বাস করে, যেকোনো মূল্যে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসবে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তাই এখন থেকেই নেতা-কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান তাদের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!