• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আ. লীগের সময়ে পণ্যের দাম বাড়েনি: মুহিত


নিজস্ব প্রতিবেদক মে ২৭, ২০১৭, ০৯:৩৭ পিএম
আ. লীগের সময়ে পণ্যের দাম বাড়েনি: মুহিত

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া অতীতের কোনো বাজেটের পরই জিনিস-পত্রের দাম বাড়েনি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি দাবি করেছেন, ভ্যাট কাঠামোতে বাজারে পণ্যর দাম কোনো অবস্থাতেই বাড়ার কথা নয়।

শনিবার (২৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আগামী বাজেট নিয়ে কথা বলার সময়ে এ কথা বলেন অর্থমন্ত্রী। অপরদিকে আজ সিপিডি সংবাদ সম্মেলন করে বলেছে, ভ্যাট ১৫ শতাংশ থাকলে বাজেটের পরই জিনিস পত্রের দাম বাড়বে। অর্থমন্ত্রী বলেন, এ সরকারের সময়ে তার দেয়া কোনো বাজেটের পরপরই দ্রব্যমূল্য বাড়েনি। নতুন ভ্যাট কাঠামোতে বাজারে পণ্যমূল্য কোনো অবস্থাতেই বাড়ার কথা নয়। রোজার কারণে ব্যবসায়ীরা কিছুটা বাড়িয়ে দিয়েছেন। ভ্যাটের কারণে বাড়ার কারণ নেই।

এসময়ে অর্থমন্ত্রী বলেন, নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের হার ১৫ শতাংশই থাকছে। ১৫ শতাংশ থেকে কমাব না, কারণ শুরু থেকেই এটা আছে। তবে অনেককে ভ্যাটের আওতা থেকে বের করে নিয়ে আসা হবে। অনেক আলোচনা করে আমরা শেষ পর্যন্ত ভ্যাটের হার ১৫ শতাংশই রাখছি। ভ্যাট ১৫ শতাংশ থেকে কমালে সামান্য কমাতাম, কিন্তু সেখানে অনেক সমস্যা হতো।

আগামী ১ জুন বেলা দেড়টায় জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। বাজেট পাশ হওয়ার কথা রয়েছে ২৯ জুন।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!