• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইডি কার্ড ছাড়া বিমান ভ্রমণ নয়


নিজস্ব প্রতিবেদক জুলাই ৫, ২০১৭, ০৪:৫৪ পিএম
আইডি কার্ড ছাড়া বিমান ভ্রমণ নয়

ঢাকা: অভ্যন্তরীণ রুটের সব যাত্রীকে আইডি কার্ড প্রদর্শন করে ফ্লাইটে চড়া বাধ্যতামূলক করা হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশনে থাকা সব এয়ারলাইন্সকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

আইডি কার্ড হিসাবে ভ্যালিড পাসপোর্ট, ন্যাশনাল আইডি, স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা কর্মজীবী ও শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই প্রদর্শন করেত হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!