• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইনজীবীদের ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশ


আদালত প্রতিবেদক আগস্ট ৮, ২০১৭, ০১:৩৬ পিএম
আইনজীবীদের ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

ঢাকা: ওয়ার্ল্ড ল’ ইয়ার্স ক্রিকেট টুর্নামেন্টে যোগ দিতে শ্রীলংকায় যাচ্ছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুটি টিম। মঙ্গলবার (৮ আগস্ট) রাতে শ্রীলংকার উদ্দেশ্যে এ দুটি টিম যাত্রা শুরু করবে। এ উপলক্ষ্যে সোমবার (৭ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করে আইনজীবী সমিতির অডিটোরিয়ামে। সমিতির পক্ষ থেকে বিশ্বকাপের আইনজীবীদের দলের সাফল্য কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সমিতির সদস্যবৃন্দ। পরে এ দলে অংশ নেয়া ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমন জানান, মোট ১১ দিন এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অংশ নেবে। প্রতি দুই বছর পর পর ওয়ার্ল্ড ল’ ইয়ার্স ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এর আগে অস্ট্রেলিয়াতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ আগস্ট সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ব্যারিস্টার মুনিম এ দলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ওই টিমের সদস্য ব্যারিস্টার সুমন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!