• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত রাখা হবে


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০১৭, ০৫:১৯ পিএম
আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত রাখা হবে

ঢাকা: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো হবে জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত, সুসজ্জিত, সৎ ও নিষ্ঠাবান বাহিনীতে পরিণত করা হবে। বুধবার (১০ মে) বিকেল ৫টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ভিশন ২০৩০’ তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও সর্বোচ্চ দেশপ্রেমে উজ্জীবিত করে তোলা হবে। যুগোপযোগী জনপ্রশাসন গড়ে তোলা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। পুলিশ বাহিনীকে স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের উপযোগী হিসেবে গড়ে তোলা হবে।

বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি ক্ষমতায় এলে সালিশী আদালত পুনঃপ্রতিষ্ঠা করা যায় কি-না তা পরীক্ষা করে দেখা হবে। সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করা হবে। বিচার বিভাগের কার্যকারিতা প্রতিষ্ঠা করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান হবে। সব ধরনের কালাকানুন বাতিল করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!