• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনি জটিলতায় শিল্পা-গোবিন্দ


বিনোদন ডেস্ক অক্টোবর ১৮, ২০১৬, ০৬:০৩ পিএম
আইনি জটিলতায় শিল্পা-গোবিন্দ

শিল্পা শেঠি এবং গোবিন্দকে আইনি ঝামেলা পোহাতে হলো ১৯৯৬-এ তাদের ছবি ‘ছোটে সরকার’-এর জন্য। তাদের উপরে মানহানির মামলা করা হলো ঝাড়খন্ডের পাকুর আদালতে। তাদের জবানবন্দি গ্রহণ করা হবে।

কিন্তু কেন আইনি জটিলতায় পড়তে হলো তাদের? তাদের অভিনীত ছবি ‘ছোটে সরকার’-এর একটি গান ‘এক চুম্মা তু মুঝকো উধার দে দে’ গানটি নিয়েই যত সমস্যা। এই গানের কথায় নাকি বিহার এবং উত্তরপ্রদেশের বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে। তবে শুধু অভিনেতা ও অভিনেত্রীই নন, ছবির পরিচালক বিমল কুমার, গায়ক উদিত নারায়ণ, গায়িকা অলকা ইয়াগনিক, সংগীত পরিচালক আনন্দ মালিকের নামও রেজিস্টার করা হয়েছে। অভিনেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি হয়েছিল ২০শে জুলাই কিন্তু কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এই মামলাটি প্রায় ২০ বছর ধরে চলছে, যখন ঝাড়খ- বিহারের অংশ ছিল।

একজন স্থানীয় আইনজীবী এই গানটি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই অভিযোগে, এই গানের লিরিক বিহারের মানহানি ঘটিয়েছে। তবে এই বিষয়ে ছবি নির্মাতাদের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!