• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএল ক্রিকেটে বাজি ধরার অপরাধে ৬ যুবক গ্রেপ্তার


সজিব আলম, লালমনিরহাট থেকে মে ২৪, ২০১৮, ০৫:১০ পিএম
আইপিএল ক্রিকেটে বাজি ধরার অপরাধে ৬ যুবক গ্রেপ্তার

লালমনিরহাট : জেলার কালীগঞ্জ উপজেলায় আইপিএল ক্রিকেট খেলায় বাজি ধরার অপরাধে ছয় যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ মে) সকালে আটককৃত ৬ যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার শ্রীখাতা এলাকার এক দোকানে প্রকাশ্যে বাজি ধরে জুয়া খেলার সময় তাদের আটক করে পুলিশ।

আটককৃত হলেন, উপজেলার কাঞ্চনস্বর এলাকার নিপেন চন্দ্রের ছেলে সুভাষ (২৮), কাশীরাম এলাকার মোকছেদুর রহমানের ছেলে রিওন (২০), ধণসরা এলাকার নিপেন্দ্র রায়ের ছেলে সুব্রত (৩০), ওই এলাকার মৃত তারিনী কান্তের ছেলে নন্দ গোপাল (৩০), কোনা রামের ছেলে কোমল কৃষ্ণ (২১), মনোরঞ্জনের ছেলে বলাই কৃষ্ণ (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীখাতা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আইপিএল ক্রিকেট খেলায় বাজি খেলার সময় ৬ জুয়াড়িকে গ্রেপ্তারসহ নগদ ২ হাজার টাকা ও একটি রঙিন  টেলিভিশন উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আটকদের নামে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!