• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএল খেলেই কোটিপতি সাকিব


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২১, ২০১৮, ০৬:১২ পিএম
আইপিএল খেলেই কোটিপতি সাকিব

ফাইল ছবি

ঢাকা: বিরাট কোহলি আর রোহিত শর্মারা যেখানে বছরে সাত কোটি রুপি বেতন পেয়ে থাকেন, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা ৫০ লাখ করেও পাচ্ছেন না। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ভালই আয় করছেন টাইগাররা। বিশেষ করে সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরউন্ডার ইন্ডিয়ান প্রিমিয়ার লিলে (আইপিএল) খেলেই কোটিপতি বনে গেছেন।  

গত সাত বছর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন সাকিব। সর্বশেষ গত আসরে ৩ কোটি ৩৫ লাখ টাকা পেয়েছেন কেকেআর থেকে। এবার ২ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতাচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ। দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে আখ্যায়িত সাকিবের সম্পদের পরিমাণ সাড়ে তিন কোটি ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৭৫ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা। গত বছর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট ট্র্যাকার এক প্রতিবেদনে সাকিবের আয়ের এই তথ্য উঠে এসেছে। বিশ্বের প্রায় সব বড় টি-টোয়েন্টি লিগে খেলা সাকিবের বেতন, চুক্তির পাশাপাশি মডেলিং, বিভিন্ন ব্যবসায় জড়িত সাকিব।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সবচেয়ে বেশি আয় করেছেন সাকিব। ২০১১ সালে  আইপিএলে কিং খানের কেকেআর সাকিবকে ৪ লাখ ২৫ হাজার ডলারে কিনে নেয়। ২০১৬ সালেও কলকাতায় খেলবেন বাঁহাতি এ অলরাউন্ডার। সাকিবকে রেখে দেওয়ায় ২ কোটি ৮০ হাজার রুপি দিতে হচ্ছে কেকেআরকে।

আইপিএল ও বিপিএলের মতো পিএসএলেও সাকিব এগিয়ে। পিএসএলে প্লাটিনাম গ্রুপে সাকিব খেলবেন করাচি কিংসে। এজন্য পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, এসএলপিএল ও কাউন্টি ক্রিকেট থেকে হাজারো ডলার আয় করেছেন সাকিব।

ব্যক্তিগত ব্যবসাতেও সাকিব সফল। যমুনা ফিউচার পার্কে সাকিবের নিজস্ব কসমেটিকসের দোকান কসমিক জোভিয়ান, বনানীতে নিজের রেস্টুরেস্ট সাকিবস ডাইন এরই মধ্যে লাভের মুখ দেখেছে। ‘ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!