• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল মাতিয়ে ক্যারিবীয় সফরে রশিদ


ক্রীড়া ডেস্ক মে ২১, ২০১৭, ০৫:৩৭ পিএম
আইপিএল মাতিয়ে ক্যারিবীয় সফরে রশিদ

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেকেই দর্শকদের মাত করেছেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান। রীতিমত বিশ্ব তারকার খ্যাতি পেয়ে গেছেন ১৮ বছরের এই লেগ স্পিনার। বলতে দ্বিধা নেই এই আফগানের কারণেই মাত্র এক ম্যাচ খেলে সাইড বেঞ্চে বসে সময় পার করেছেন কার্টার মাস্টার মোস্তাফিজার রহমান। সে যাই হোক, আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সঙ্গতভাবেই দলে জায়গা পেয়েছেন দেশটির নতুন সেনশেসন রশিদ।

সানরাউজার্স হায়দারাবাদেও হয়ে প্রথমবার আইপিএল খেলে ১২ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন আফগানিস্তানের তরুণ মেধাবী এ ক্রিকেটার। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রশিদের সতীর্থ মোহাম্মদ নবীও আছেন আসগর স্তানিকজাইর নেতৃত্বাধীন দলে। তবে ডোপ টেস্টে ধরা পড়ায় দলে নেই ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।

এ বিষয়ে এসিবি প্রধান নির্বাচক নওরোজ মঙ্গল বলেন, ওয়েস্ট ইন্ডিজ একটি অভিজ্ঞ দল এবং এ সিরিজে ভাল করতে আমরা অভিজ্ঞ দল নির্বাচন করেছি। আমরা টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য ভিন্ন দল বাছাই করেছি। দুই ফর্মেটেই দলের নেতৃত্ব দেবেন আসগর স্তানিকজাই।

জিম্বাবুয়ের পর পুর্ন সদস্য কোন দেশের বিপক্ষে এশিয়ার দলটির জন্য এটা হবে প্রথম দ্বিপাক্ষিক কোন সিরিজ এবং ভাল নৈপুন্য দেখাতে পারলে তাদের টেস্ট মর্যাদা পাওয়ার সম্ভাবনা আরো উজ্জল হবে। আগামী ২, ৩ ও ৫ জুন তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষে একই মাসের ৯, ১১ ও ১৪ তারিখ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওয়ানডে দল: আসগর স্তানিকজাই (অধিনায়ক), নুর আলী জাদরান, জাভিদ আহমদি, উসমান গনি, রহমত শাহ জারমাতি, নাসির জামাল, মোহাম্মদ নবী, ইসা খেল, সামিউল্লাহ শেনওয়ারি, গুলিবাদিন নাইব, রশিদ খান, শফিকুল্লাহ শফিক, শাপুর জাদরান, আমির হামজা হোটাক, দৌলত জাদরান, আফসার জাজাই, ফরিদ মালিক।

টি-টোয়েন্টি দল: আসগর স্তানিকজাই(অধিনায়ক), নুর আলী জাদরান, জাভিদ আহমদি, উসমান গনি,মোহাম্মদ নবী, ইসা খেল, নজিব জাদরান, গুলবাদিন নবী, রশিদ খান, শফিকুল্লাহ শফিক, শাপুর জাদরান, আমির হামজা হোটাক, ফরিদ মালিক, দৌলত জাদরান, করিম জানাত।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!