• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএলে একই দিনে বদ্রি-টাইয়ের হ্যাট্টিক


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৫, ২০১৭, ০৯:৪৯ এএম
আইপিএলে একই দিনে বদ্রি-টাইয়ের হ্যাট্টিক

ঢাকা: দশম আইপিএল একই দিনে দেখল দুটি হ্যাট্টিক। স্যামুয়েল বদ্রি ও অ্যান্ড্রু টাই হ্যাট্টিক করেছেন। মজার ব্যাপার, দু’জনের দলই হেরে গিয়েছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাট্টিক করেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্যামুয়েল বদ্রি।

রাজকোটে রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিপক্ষে বিপক্ষে এবারের আইপিএলে প্রথম পাঁচ উইকেট নেওয়ার পথে হ্যাট্টিক করেছেন গুজরাট লায়ন্সের অ্যান্ড্রু টাই।

এদিনই আবার চোট কাটিয়ে দলে ফিরলেন বিরাট কোহলি। ফিফটিরও দেখা পেয়েছেন। বেঙ্গালুরুর বদ্রি হ্যাট্টিক করলেন। তারপরও কোহলির দলকে হারতে হয়েছে। বদ্রি চার ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময়ে তুলে নিয়েছেন চার উইকেট। এরমধ্যে এক ওভার মেডেন। তার চেয়ে বড়, বদ্রি হ্যাট্টিকটি করেছেন পাওয়ার প্লেতে।

রাজকোটের মাঠে গুজরাট লায়ন্সের অসি মিডিয়াম পেসার অ্যান্ড্রু টাই চার ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। ১৯ তম ওভারে অঙ্কিত শর্মা, মনোজ তিওয়ারি ও শার্দূল ঠাকুরকে ফিরিয়ে তিনি হ্যাট্টিক পূর্ণ করেন।

শুক্রবার বদ্রি ও টাই, দু’জনেরই ছিল আইপিএলের প্রথম ম্যাচ। দুরন্ত হ্যাট্টিক করেও বদ্রি জেতাতে পারেননি বেঙ্গালুরুকে। জমাট লড়াই উপহার দিয়ে ম্যাচটি জিতে নিয়েছে মুম্বাই। চাপের মুখে ৪৭ বলে ৭০ রানের ইনিংস খেলে বড় ভুমিকা রেখেছেন ক্যারিবিয়ান কাইরন পোলার্ড। যাকে নিয়ে সঞ্জয় মাঞ্জেরেকর সমালোচনা করেছিলেন। সেই সমালোচনার জবাব পোলার্ড এবার মুখের ওপর দিলেন।

শুরুর দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে প্রথমবার জিতল গুজরাট দুই ওভার বাকি থাকতে। তারা পুণেকে হারিয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে।

দুই হ্যাট্টিকের দিনে নজরে ছিলেন দুই তারকাও। বেঙ্গালুরু ম্যাচে ফিট হয়ে মাঠে নেমে ফিফটির দেখা পেয়েছেন কোহলি। খেলেছেন ৪৭ বলে ৬২ রানের ইনিংস। তবুও দলকে জেতাতে পারেননি। রাজকোটে রান পাননি মহেন্দ্র সিং ধোনিও। চলতি আইপিএলে এখনও পর্যন্ত সাবেক ভারত অধিনায়কের ব্যাটে রান নেই। এদিন সাকুল্যে ৫ রান করতে পেরেছেন। ২৭ বলে ৩১ রান করেছেন মনোজ তিওয়ারি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!