• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইপিএলে কে কোন পুরস্কার পেলেন


ক্রীড়া ডেস্ক মে ২২, ২০১৭, ০৭:১৩ পিএম
আইপিএলে কে কোন পুরস্কার পেলেন

ঢাকা: শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। রাইজিং পুণে সুপারজায়ান্টকে ১ রানে হারিয়ে তৃতীয়বার মতো শিরোপা চলে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরে। এখনো অবধি এই দলটি তিনবার শিরোপা জয়ের স্বাদ পেলো। এক নজরে দেখা যাক আইপিএল শেষে কে কোন পুরস্কার পেলেন।

অরেঞ্জ ক্যাপ: অরেঞ্জ ক্যাপ জিতলেন ডেভিড ওয়ার্নার। সবথেকে বেশি রান করেছেন। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ১৪ ম্যাচে করেছেন মোট ৬৪১ রান।
পারপল ক্যাপ: ১৪ ম্যাচে ২৬ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। সব থেকে বেশি উইকেটের মালিক তিনিই। পেয়েছেন পারপল ক্যাপ।

সর্বাধিক ছক্কা: এবারের আইপিএলে সব চেয়ে বেশি ছক্কার মালিক গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার। দু’জনই মেরেছেন ২৬টি ছক্কা। দীর্ঘতম ছক্কা মারার জন্য পুরস্কারটি পান কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

দ্রুততম ফিফটি: সুনীল নারিন। কেকেআরের এই ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৫০ রান করতে খেলেছিলেন মাত্র ১৫ বল।
গ্ল্যাম শট অফ দ্য সিজন: এই পুরস্কারও সানরাইজার্স হায়দরাবাদের দখলে চলে গেছে।এটি পেয়েছেন যুবরাজ সিংহ।
স্টাইলিশ প্লেয়ার:  কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক গৌতম গম্ভীর এই পুরস্কার জিতেছেন।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: গুজরাট লায়ন্সের অধিনায়ক সুরেশ রায়না এই সম্মান পেয়েছেন।

এমার্জিং প্লেয়ার:  গুজরাট লায়ন্সের তরুণ প্রতিভা বাসিল থাম্পি এই পুরস্কার জিতেছেন। ১২ ম্যাচ থেকে ১১ উইকেট পেয়েছেন তিনি।
সিরিজ সেরা: রাইজিং পুণে সুপারজায়ান্টের বেন স্টোকস ১১ ইনিংসে রান করেছেন ৩১৬। ১২ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।
ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ: মুম্বই ইন্ডিয়ান্সের ক্রুনাল পাণ্ডে।
টুর্নামেন্টের সেরা ক্যাচ: সুরেশ রায়না।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!