• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএলে যা কিছু প্রথম


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৭, ২০১৮, ০৬:৩৭ পিএম
আইপিএলে যা কিছু প্রথম

ফাইল ছবি

ঢাকা: গোটা ক্রিকেট দুনিয়া প্রায় দুই মাসের মতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে আইপিএল। কোনও সন্দেহ নেই, ঘরোয়া ক্রিকেটে আইপিএলই সেরা। একাদশতম আসর শুরুর আগে আসুন জেনে নেই আইপিএলের যাবতীয় প্রথম।

❏ প্রথম বল: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে সৌরভ গাঙ্গুলিকে প্রথম বলটা করেছিলেন প্রবীণ কুমার।
❏ প্রথম বাউন্ডারি: ওই ম্যাচেরই দ্বিতীয় ওভারে জহির খানের বলে প্রথম চার মেরেছিলেন কলকাতার ব্রেন্ডন ম্যাককালাম।
❏ প্রথম ছক্কা: ওই ওভারেই পঞ্চম বলে জহিরকে অনসাইডে ছক্কা মেরেছিলেন ম্যাককালাম।
❏ প্রথম আউট: সৌরভ গাঙ্গুলি। ম্যাচের ষষ্ঠ ওভারে জহির খানের বলে স্লিপে খোঁচা দিয়ে ক্যাচ তুলে দেন।
❏ প্রথম হিটউইকেট: মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে মুম্বাইয়ের মুসাভির খোটে হিট উইকেট হন।
❏ প্রথম মেডেন: এই কৃতিত্ব গ্লেন ম্যাকগ্রার। ২০০৮ আইপিএলের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিল্সের হয়ে তৃতীয় ওভারে একরানও দেননি অসি পেসার।
❏ প্রথম সেঞ্চুরি: প্রথম আইপিএলের প্রথম ম্যাচেই ৭৩ বলে ১৫৮ করেছিলেন ম্যাককালাম।
❏ প্রথম পাঁচ উইকট: রাজস্থান রয়্যালসের সোহেল তানভীর। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৪ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।
❏ প্রথম চ্যাম্পিয়ন: রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসকে ফাইনালে তিন উইকেটে হারিয়েছিল তারা।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!