• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএলের প্লে-অফে কে কখন কার মুখোমুখি


ক্রীড়া ডেস্ক মে ২১, ২০১৮, ০২:৪৯ পিএম
আইপিএলের প্লে-অফে কে কখন কার মুখোমুখি

ঢাকা : দিল্লির কাছে মুম্বাই ইন্ডিয়ান্স হারায় প্লে-অফে যে রাজস্থান যাচ্ছে, তা এক প্রকার জানাই গিয়েছিল। সেটাই নিশ্চিত হলো চেন্নাইয়ের কাছে কিংস ইলেভেন পাঞ্জাবের হারের পর। প্লে-অফের চারটি দল এখন যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। জয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। বুধবার রাত সাড়ে ৮টায় ইডেনে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস।  

জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিরুদ্ধে খেলবে শুক্রবার রাত ৮টায়, ইডেনে। পরাজিত দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। দুই কোয়ালিফায়ারে জয়ীদের মধ্যে ফাইনাল হবে রোববার (২৭ মে) রাত সাড়ে ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!