• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিএলের রেকর্ড বিপিএলে ভাঙলেন গেইল


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৭, ০৯:৩৮ পিএম
আইপিএলের রেকর্ড বিপিএলে ভাঙলেন গেইল

ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ফাইনালে এই রেকর্ড গড়েন এই ক্যারিবিয়ান তারকা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮টি ছক্কা হাঁকান রংপুর রাইডার্সের মারকুটে ব্যাটসম্যান গেইল। ফলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়ে ফেলেন তিনি। অবশ্য নিজের রেকর্ড ভেঙ্গেই নয়া বিশ্বরেকর্ডের জন্ম দিলেন গেইল।

এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার আগের রেকর্ডটি ২০১৩ সালে করেছিলেন গেইল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭টি ছক্কা মেরেছিলেন তিনি। ঐ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমে ৬৬ বলে ১৩টি চার ও ১৭টি ছক্কায় অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল।

আজ ছক্কায় রেকর্ড গড়া ইনিংসে শেষ পর্যন্ত ৬৯ বলে ১৪৬ রান করেন গেইল। ১৮টি ছক্কার পাশাপাশি ৫টি চারও মারেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!