• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইবিসিএফ-এর ৪৯তম সভা অনুষ্ঠিত


অর্থনীতি রিপোর্ট অক্টোবর ২৩, ২০১৬, ১২:২৬ পিএম
আইবিসিএফ-এর ৪৯তম সভা অনুষ্ঠিত

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) ৪৯তম সভা সম্প্রতি বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আইবিসিএফ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সভায় সভাপতিত্ব করেন। 

সভায় ‘আইবিসিএফ রিসার্চ ও ট্রেনিং একাডেমি’ নামে একটি প্রশিক্ষন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়া  হয়। প্রতিষ্ঠানটি মধ্যম ও উচ্চ র্পযায়ের র্কমর্কতা ও নির্বাহীদের দক্ষতা ও নেতৃত্বের উন্ন্য়নে কাজ করবে। আগামী ২৯শে অক্টোবর, ২০১৬ তারিখে উচ্চ পর্যায়ের র্নিবাহীদের প্রশিক্ষনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন আইবিসিএফ-এর ভাইস-চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান এম আযীযুল হক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান, ব্যাংক এশিয়ার এক্রিকিউটিভ কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন,  আইবিসিএফ-এর উপদেষ্টা শাহ আব্দুল হান্নান, এক্রিম ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ হায়দার আলী মিয়া, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তৌহিদুল আলম, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর উপব্যবস্থাপনা পরিচালক মো: ইউনুস আলী, আইবিসিএফ এর সচিব মোঃ মাহফুজুর রহমান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এর সচিব নিজামুল ইসলাম চৌধূরী, ঢাকা ব্যাংক লিমিটেড-এর ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ সিরাজুল হক, প্রাইম ব্যাংক লিমিটেড ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান এ জেড এম সাইকুল ইসলাম, এবি ব্যাংক লিমিটেড-এর এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামিক ব্যাংকিং শাখার প্রধান নির্বাহী আব্দুস সাত্তার, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, এবং এক্রিম ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব এ কিউ এম সফিউল্লাহ আরিফ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!