• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইসল্যান্ডকে হারিয়ে মেসিদের সাহায্য করতে চায় সেই ক্রোয়েশিয়া


ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০১৮, ১২:৪৯ এএম
আইসল্যান্ডকে হারিয়ে মেসিদের সাহায্য করতে চায় সেই ক্রোয়েশিয়া

ঢাকা: গতবার বিশ্বকাপের ফাইনালে উঠেও লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি। টানা তিন ফাইনাল হারের দুঃখ তাঁকে সইতে হয়েছে। এবার অনেক আশা নিয়ে গেছেন রাশিয়ায়। প্রথম ম্যাচ আইসল্যান্ডের বিপক্ষে ১-১ এ ড্র করার পরের ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে খুঁজেই পাওয়া গেল না দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফলাফল ৩-০ গোলে হার। নক আউট পর্বে যাওয়াটাই এখন আর্জেন্টিনার যদি, কিন্তুর ওপর নির্ভর করছে।

যে ক্রোয়েশিয়ার কাছে মেসির আর্জেন্টিনা বিধ্বস্ত হয়েছে সেই ক্রোয়েশিয়া দলই উল্টো সাহায্য করার কথা জানিয়েছেন। শুক্রবার আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। এখন ক্রোয়েশিয়া আইসল্যান্ডকে হারালেই হয়। তাহলে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারাতে পারলেই নক আউট পর্বে উঠে যাবে।

তবে কোনওভাবেই ক্রোয়েশিয়াকে আইসল্যান্ডের কাছে হারা যাবে না। তাহলে আর্জেন্টিনার জন্য জটিল সমীকরণ দাঁড়াবে। আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ গোল করে ম্যাচ সেরার পুরস্কার জেতা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মডরিচ মেসির সমব্যথি। তিনি বলছেন,‘মেসি অনন্যসাধারণ একজন ফুটবলার। কিন্তু ওর একার পক্ষে সব করা সম্ভব নয়। এখন ফুটবলে আপনি একা জিততে পারবেন না। সতীর্থদের সাহায্য আপনার লাগবেই।’

আর্জেন্টিনার এই ঘোর সংকটে খুব সাহায্য দরকার ক্রোয়েশিয়ার কাছ থেকেই। আইসল্যান্ডের বিপক্ষে তাদের জয় বা ড্র মেসিদের নিয়ে যেতে পারে নক আউট পর্বে। মডরিচ জানিয়েছেন আর্জেন্টিনাকে পরের রাউন্ডে নিয়ে যেতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করবেন, ‘আমি আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাই। আমি আশা করব, তারা দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হবে। আমরা আইসল্যান্ডকে হারাব আর্জেন্টিনার জন্য।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!