• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিসি র‌্যাংকিংয়ের ছয়ে উঠলো বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০১৭, ০৯:২৫ এএম
আইসিসি র‌্যাংকিংয়ের ছয়ে উঠলো বাংলাদেশ

ঢাকা: বুধবার নিউ জিল্যান্ডকে হারিয়ে আইসিসি র‌্যাংকিংয়ের ছয় নম্বরে উঠলো বাংলাদেশ। মাশরফিদের রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার সমান ৯৩। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা নামছে সাতে।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের ছয়ে ওঠা। আইসিসির পরবর্তী র‌্যাঙ্কিং হালনাগাদে এটি পাবে আনুষ্ঠানিক রূপ।

২০১৪ সালের শেষভাগে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব পাওয়ার পর থেকেই চলছে বাংলাদেশের এগিয়ে চলা। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে শুরু। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ খেলে কোয়ার্টার-ফাইনালে। বিশ্বকাপের পর দেশের মাটিতে সিরিজ জিতে নেয় পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এগিয়ে চলার এই ধারাতেই ধরা দিল নতুন সাফল্য। বিদেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের পুরস্কার র‌্যাঙ্কিংয়ে উন্নতি।

শুধু ছয়ে ওঠাই নয়, রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে পারাও বাংলাদেশের বড় প্রাপ্তি। ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার পথেও অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!