• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইয়ুব বাচ্চুকে যেকোনো সময় গ্রেপ্তার


বিশেষ প্রতিনিধি জুলাই ২, ২০১৭, ০২:২৭ পিএম
আইয়ুব বাচ্চুকে যেকোনো সময় গ্রেপ্তার

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নব্য জেএমবির বর্তমান প্রধান আইয়ুব বাচ্চুসহ যে কজন জঙ্গি বাইরে আছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে রয়েছে। যেকোনো সময় তারা ধরা পড়বে। তাদের ধরতে চিরুনি অভিযান চলছে।

রোববার (২ জুলাই) দুপুরে পুলিশ সদর দপ্তরে গণমাধ্যমের অপরাধবিষয়ক প্রতিবেদকদের সঙ্গে ঈদ–পরবর্তী সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, নব্য জেএমবির বর্তমান প্রধান আইয়ুব বাচ্চু। মইনুল ওরফে মুসা মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় নিহত হওয়ার পর আইয়ুব বাচ্চু নব্য জেএমবির প্রধান হন। এটা তার ছদ্মনাম।

শনিবার (১ জুলাই) কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানা থেকে পুলিশ তিন নারীসহ দুই শিশুকে আটক করেছে। পুলিশ বলেছে, এই তিন নারীর মধ্যে একজন নব্য জেএমবির বর্তমান প্রধান আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, আরেকজন জঙ্গি তালহার স্ত্রী সুমাইয়া ও অন্যজন টলি আরা।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!