• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়’


নীলফামারী প্রতিনিধি জানুয়ারি ২০, ২০১৭, ০১:১২ পিএম
‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়’

নীলফামারী : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা হতে রাত ১১টা পর্যন্ত টানা চার ঘন্টা চলা নীলফামারীর হারোয়া আদর্শ স্কুল মাঠে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত করন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃতিকরন ও উদ্বুদ্ধকরনের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী নুর।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা সকল জনগণ ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এমনিভাবে বর্তমানে জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, দেশকে আরো এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষের মনে শান্তি, বিশ্বাস, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তা না হলে সকল উন্নয়ন কর্মকান্ড থমকে যাবে। তাই যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি।

জেলা তথ্য অফিসের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুহঃ বেলায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন,পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজুল হক, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান, নীলফামারী পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সরকার কবীর।

আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়নে অতিত, বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনার উপর বিস্তারিত ভাবে তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক।

আলোচনা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সরকারের উন্নয়নের বাস্তব চিত্র মালটিমিডিয়ার মাধ্যমে প্রর্দশন করা হয়। অনুষ্ঠানে শতশত নারী পুরুষ সহ সরকারী ও বেসরকারী বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!