• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগই বিএনপির ভিশন অনুসরণ করেছে


নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০১৭, ০৫:৪৭ পিএম
আওয়ামী লীগই বিএনপির ভিশন অনুসরণ করেছে

ঢাকা: আওয়ামী লীগকে অনুসরণ করে বিএনপি ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছে দলটির নেতাদের এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২০০১ সালে নির্বাচনের প্রাক্কালে বিএনপিই প্রথম ভিশন পরিকল্পনা পেশ করে। পরে আওয়ামী লীগ তা অনুসরণ করেছে।

বৃহস্পতিবার (১১ মে) নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। মূলত বিএনপির দেয়া ‘ভিশন-২০৩০’ নিয়ে আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ ঈর্ষান্বিত হয়ে অরাজনৈতিক ভাষায় ভিশন-২০৩০ এর সমালোচনা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কোনোকিছু গভীরভাবে খতিয়ে দেখে বিবেচনা করার মেধা ও যোগ্যতার অভাবে গৎবাঁধা মেঠো সমালোচনা করা তাদের পুরনো অভ্যাস।

আওয়ামী লীগ ভিশন দিলেও তা বাস্তবায়ন করে না, সে যোগ্যতা তাদের নেই- এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, তারা দলীয়করণ, লুটপাট, দুর্নীতি, অত্যাচার, অপশাসন আর গলাবাজি ও ধাপ্পায় লিপ্ত থাকে। তাদের দিনবদলের ঘোষণা এখন এক করুণ পরিহাসে পরিণত হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!