• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
উত্তর সিটি নির্বাচন

আওয়ামী লীগের আবেদন কিনলেন ৮জন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০১৮, ০৯:০৪ পিএম
আওয়ামী লীগের আবেদন কিনলেন ৮জন

ঢাকা: রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে শনিবার(১৩ জানুয়ারি) থেকে। প্রথম দিনেই আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে।

শনিবার সকালে ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে কবি রাসেল আশেকী ও আদম তমিজি হক মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় রাসেল আশেকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এবং ঢাকা উত্তরের জনগণের উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান। তিনি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে সিটি করপোরেশন এলাকার সার্বিক উন্নয়নে তার সর্বোচ্চটি দিয়ে কাজ করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অপর মনোনয়নপত্র সংগ্রহকারী ব্যবসায়ী আদম তমিজি হক হলেন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। অপরদিকে আলোচনায় থাকা বিজিএমইএর সাবেক সভাপতি পোশাক ব্যবসায়ী আতিকুল ইসলামের পক্ষে ঢাকা জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেন বেলা ৩টা ২০ মিনিটের দিকে।

এরপর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেনের পক্ষে গাজী আলমগীর নামের এক ব্যক্তি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর সন্ধ্যার দিকে ইংরেজি দৈনিক দ্য বাংলাদেশ টুডের প্রকাশক ও সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আলম ও বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান হেলাল উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সন্ধ্যায় মনোনয়নপত্র নিয়েছেন দলটির সাবেক সাংসদ এইচ বি এম ইকবালও।

১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। এরপর দলের স্থানীয় সরকার নির্বাচন-সম্পর্কিত বোর্ড প্রার্থী ঠিক করবে। এই বোর্ডের সভা ১৬ জানুয়ারি বসার কথা রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!