• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০১৮, ০২:২১ পিএম
আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে

ঢাকা : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে নির্বাচন কমিশন ভবনে গেছেন আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (২৫ জুন) বেলা ১২টার দিকে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

বাকি সদস্যরা হলেন- আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবীর কাউসার, ঢাকা বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সচিব রাশেদুল হক ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এ ছাড়া বৈঠকে চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সচিব উপস্থিত আছেন।

গাজীপুর সিটির নির্বাচন নিয়েই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে আওয়ামী লীগের এ প্রদিনিধিদলটি এসেছেন বলে জানিয়েছেন সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম।

গতকাল রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!