• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আকরাম আবোল-তাবোল বকছেন দাবী ওয়াকারের!


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০১৭, ১০:২৬ পিএম
আকরাম আবোল-তাবোল বকছেন দাবী ওয়াকারের!

ঢাকা: ক্রিকেট থেকে অবসরের পর বিরেন্দ্র শেবাগের মনে হয় টুইট করাটা প্রধানতম কাজ হয়ে দাঁড়িয়েছে। টুইট করতেই যেন তার যাবতীয় আনন্দ। কিন্তু সেই টুইট কখনও কখনও অন্যকেও আঘাত করছে। আবার টুইট নিয়ে সংবাদমাধ্যমে বড় বড় শিরোনাম করে খবরও ছাপা হচ্ছে। এবার বড় শিরোনাম হওয়ার মতই টুইট করেছেন শেবাগ। তার এক টুইট পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনিসকে মুখোমুখি দাঁড় করিয়েছে।

টুইটে কি লিখেছিলেন শেবাগ? যার কারণে ওয়াকার আকরামকে উদ্দেশ্য করে বলে দিলেন, তার বয়স হয়েছে এজন্য আবোল-তাবোল বকছেন! শেবাগকে নাকি একবার আকরাম বলেছিলেন,‘ ১৯৯৯ সালে অনীল কুম্বলের ১০ উইকেটের রেকর্ড ঠেকাতে ওয়াকার ইচ্ছা করে রান আউট হতে চেয়েছিলেন।’

 ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি দিল্লির ফিরোজ শাহ কোটলায় কুম্বলে ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডের জিম লেকারের পাশে বসেন। ক্রিকেট ইতিহাসে এই দুজন বাদে আর কেউই ইনিংসে ১০ উইকেট পাননি। গত মঙ্গলবার ছিল কুম্বলের ১০ উইকেট পাওয়ার ১৮ বছর পূর্তি। সেদিনই ওয়াসিম আকরামের সেই কথাটা শেবাগ সবাইকে বলে দিলেন টুইট করে। তিনি টুইট করেন এভাবে,‘  ভাগ্যের কাছে সব ষড়যন্ত্রই ব্যর্থ। ভালো করেছেন ওয়াসিম ভাই। কোটলায় সেদিন কি দারুনই না কেটেছিল অনীল ভাইয়ের।’

 ভারতীয় সংবাদমাধ্যমে শেবাগ বলে দেন, ওয়াসিমই নাকি তার কাছে এই গল্পটা বলেছেন। কি বলেছিলেন ওয়াসিম? দিল্লির ওই টেস্টে ততক্ষণে কুম্বলের ৯ উইকেট হয়ে গেছে। তখন নাকি ওয়াকার ওয়াসিমকে বলেছিলেন, তিনি ইচ্ছাকৃত রান আউট হতে চান যাতে কুম্বলের রেকর্ড না হয়। কিন্তু ওয়াসিম তাকে বারণ করেছিলেন। তিনি নাকি ওয়াকারকে বলেছিলেন, ‘ভাগ্যে থাকলে কুম্বলেকে কেউ ঠেকাতে পারবে না। তবে এটা বলতে পারি, অন্তত আমি কুম্বলেকে উইকেট দেব না।’ কিন্তু শেষ পর্যন্ত ওয়াসিমের উইকেট পেয়েই ১০ উইকেট পূর্ণ করেছিলেন কুম্বলে।

ওয়াকার পাল্টা টুইট করে লিখেছেন,‘ এ রকম কিছু ঘটেনি। ওয়াসিম ভাইয়ের বয়স হয়ে গেছে। তাই আবোল তাবোল বলছে। এটা সত্য নয়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!