• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আকাশে ভূমিষ্ঠ হলো এক রাজকুমারী!


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৯, ২০১৭, ০৪:৩৮ পিএম
আকাশে ভূমিষ্ঠ হলো এক রাজকুমারী!

ঢাকা: অতিরিক্ত একজন যাত্রী নিয়ে বেশ আনন্দ করছেন তার্কিস এয়ারলাইন্সের বিমানবালারা। অথচ বিনা পয়সায়আকাশে জন্মালো এক ‘রাজকুমারী’ সেই যাত্রী ভ্রমণ করছেন! ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪২ হাজার ফুট উপরে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়ে এ আনন্দ এনে দিয়েছেন নাফি দিয়াবি নামের এক যাত্রী। 

বিবিসির খবরে বলা হয়, তুর্কি এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি গিনির রাজধানী কোনাক্রি থেকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে যাচ্ছিল।

এক বিমান বালার কোলে শিশু

এক বিবৃতিতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, গিনি থেকে রওনা হওয়ার পর পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওগাডুগুতে বিমানটির যাত্রাবিরতি করার কথা ছিল।

এর প্রায় ৪২ হাজার ফুট উপরে থাকা অবস্থায় ২৮ সপ্তাহের গর্ভবতী নাফি দিয়াবির প্রসব বেদনা ওঠে। বিমানবালারা বিষয়টি বুঝতে পেরে তাকে সব ধরনের সহায়তা করেন।

মায়ের কোলে শিশুটি

এক পর্যায়ে নাফি ফুটফুটে একটি মেয়ে সন্তানের জন্ম দেন। গোটা ফ্লাইটে নেমে আসে খুশির জোয়ার। বিমানের কেবিন ক্রুরা নবজাতকের নাম রাখেন কাদিজু।

পরে তুর্কি এয়ারলাইন্স তাদের টুইটারে কাদিজুর ছবি শেয়ার করে লেখে, ‘স্বাগতম রাজকুমারি! আমাদের কেবিন ক্রুদের সাধুবাদ।,

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!