• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মার্চ ৬, ২০১৭, ১১:৫৯ এএম
আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া : ভারতীয় ব্যবসায়ীরা মাছ নিতে অনীহা প্রকাশ করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ রয়েছে।

সোমবার (০৬ মার্চ) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ রাখা হয়। তবে মাছ ছাড়া সকল পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি দেশের কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি করা মাছে ফরমালিন পেয়েছে সেখানকার ব্যবসায়ীরা। ফলে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের সকল মাছ আমদানি বন্ধ রেখেছেন।

তিনি আরও জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে রফতানি হওয়া মাছে কোনো ফরমালিন পাওয়া যায়নি। তারপরেও ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানি করতে অনীহা প্রকাশ করায় সোমবার সকাল থেকে মাছ রফতানি বন্ধ রয়েছে। তবে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টির সুরাহা করার জন্য চেষ্টা চলছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!