• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব জাকের ইজতেমা


নিউজ ডেস্ক জানুয়ারি ২৭, ২০১৭, ০৪:৫৯ পিএম
আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব জাকের ইজতেমা

ঢাকা: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কুতুববাগ দরবার শরীফের দুই দিনব্যাপী মহাপবিত্র ওরছ ও বিশ্ব জাকের ইজতেমা। শুক্রবার (২৭ জানুয়ারি) বাদজুমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এই ওরছ শরীফ।

‘সূফীবাদই শান্তির পথ’ এই আহবানে সাড়া দিয়ে মহা ধূমধামে ও জাঁকজমকপূর্ণভাবে কুতুববাগ দরবার শরীফের ওরছ ও জাকের এজতেমায় অংশগ্রহণ করেছে সারাদেশসহ ১১টি দেশের লাখ লাখ জাকেরের, ভক্ত ও অনুরাগী।

তাদের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ওরছ ও বিশ্ব জাকের ইজতেমা  

কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র ওরছ ও বিশ্ব জাকের ইজতেমা  ২০১৭, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যানে বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছিলো।

প্রথম দিন দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ও ওলামায়ে কেরামগণ এ মহতী ওরছ-মাহফিলে কোরআন-হাদিস ও ইজমা-কিয়াসের আলোকে অতি মূল্যবান তাফসির বয়ান করেন।

রাত্রির তৃতীয় প্রহরে খাজাবাবা কুতুববাগী পীর কেবলাজান ভক্ত-মুরিদানসহ ‘রহমতের ডাক’ পালন করেন।

শুক্রবার বেলা ১২টা ১৫ মিনিট থেকে দেশবাসীর উদ্দেশে মহামূল্যবান নসিহত-বাণী পেশ করেছেন খাজাবাবা শাহসূফী আলহাজ হযরত মাওলানা সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী পীর কেবলাজান।

তামাম জাহানের জামে আউলিয়া, জামে আম্বিয়াদের রুহানী উপস্থিতিতে দেশ-বিদেশের লাখ-লাখ আশেক-আশেকিন-জাকের-জাকেরিন, ভক্ত-মুরিদানসহ, ধর্ম-বর্ণ নির্বিশেষ আল্লাহ প্রেমীদের মহাপবিত্র এ মিলনমেলায় বিশ্ববাসীর শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় শুক্রবার বাদজুমা আখেরী মোনাজাত করেছেন খাজাবাবা কুতুববাগী কেবলাজান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!