• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগস্টে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০১৭, ১০:০০ পিএম
আগস্টে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি

ঢাকা: চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদের ছুটির আগেই অন্তত ছয়টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ করবে ইসি। ইসি সূত্র জানিয়েছে, প্রতিদিন দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হবে।

সংলাপে প্রতিটি রাজনৈতিক দলের ১০ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবে। তবে দলগুলোর প্রতিনিধির সংখ্যা বাড়তে পারে। রোববার(৬ আগস্ট) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। 

ইসি সচিব বলেন, ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে অবশিষ্ট থাকা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে। রাজনৈতিক দলের নিবন্ধনের তালিকা থেকে নিচের দিক থেকে প্রথমদিকে সংলাপে ডাকা হবে। তিনি বলেন, আগামী ১৬ ও ১৭ আগস্ট সাংবাদিকদের সঙ্গে সংলাপ হবে। এই সংলাপে গণমাধ্যমের ৬০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসি সচিব আরও বলেন, অক্টোবরে নির্বাচন বিশেষজ্ঞ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নারী নেতৃত্বদানকারিদের সঙ্গে সংলাপ করা হবে। সংলাপ থেকে যেসব সুপারিশ আসবে তা সমন্বয় করে কমিশনে উপস্থাপন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!