• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘আগামী নির্বাচনে আগুন-সন্ত্রাসীদের ছাড় নয়’


নিজস্ব প্রতিবেদক, সিলেট ফেব্রুয়ারি ২৫, ২০১৭, ০৮:২১ পিএম
‘আগামী নির্বাচনে আগুন-সন্ত্রাসীদের ছাড় নয়’

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে আগুন-সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে আগুন-সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ইনু বলেন, ‌জঙ্গি-সন্ত্রাসী, আগুন-সন্ত্রাসীরা গণতন্ত্র থেকে দূরে সরে গেলে, রাজনীতি থেকে দূরে সরে গেলে, গণতন্ত্র ও রাজনীতি দুর্বল হয় না; বরং শক্তিশালী হয়।

তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন যথাসময়ে করতে হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আগুন- সন্ত্রাসীদের হালাল করা যাবে না। নির্বাচনও সময়মতো করব, সন্ত্রাসীদেরও ছাড় দেওয়া হবে না।

প্রতিনিধি সভায় সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ সভাপতিত্ব এবং সিলেট জেলার সাধারণ সম্পাদক কে কিবরিয়া চৌধুরী সঞ্চালনা করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!