• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী বছর জলাবদ্ধতা হবে না


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৬, ২০১৭, ০৯:০২ পিএম
আগামী বছর জলাবদ্ধতা হবে না

ঢাকা: আগামী বছর রাজধানীতে আর জলাবদ্ধতা হবে না আশা জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয়া হচ্ছে। ঢাকার চারপাশে ৪৬টি খাল আছে। খালগুলো শনাক্ত করা, উদ্ধার করা, জরুরি ভিত্তিতে কমপক্ষে ১৮টি খাল সংস্কার করার নির্দেশ দিয়েছি ওয়াসাকে।

বুধবার (২৬ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিশ্রুতি দেন তিনি।

মন্ত্রী বলেন-আশা করছি, এ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে রাজধানীতে আর জলাবদ্ধতা হবে না। এরপর তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নিশ্চিত থাকেন আগামী বছর এ জলাবদ্ধতা থাকবে না।

এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের ষষ্ঠ অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

তিনি বলেন, শহরগুলোতে শিশুদের খেলার জন্য এখন কোনও মাঠ নেই। কিন্তু তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিনোদন জরুরি। সেজন্য স্থায়ী বিনোদন কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছি।

সোনলীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!