• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী মাসে আসতে পারে ফেসবুক টিভি


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৭, ২০১৭, ০৭:৫১ পিএম
আগামী মাসে আসতে পারে ফেসবুক টিভি

ঢাকা: সামাজিক যোগাযোগ বৃদ্ধি ও আবহাওয়ার তথ্য নিয়ে নিত্য নতুন ফিচার যোগ হচ্ছে ফেসবুকে। বিশ্বে সারা জাগানো এই মাধ্যমটি এখন সবার হাতের মুঠোয়। এবার সেই আয়োজনে নতুন সংযোজন হচ্ছে টিভি। কিভাবে এই টিভি ব্যবহারকারীরা দেখতে পাবে, সে বিষয়ে ধারণা না দেয়া হলেও আগামী আগস্ট মাসে বাজারে আসছে বলে একটি সাময়িকী সংবাদ প্রকাশ করেছে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টেক সাময়িকী ব্লুমবার্গ এ প্রকাশিত এক রিপোর্ট অনুসারে, আগামী দুই সপ্তাহের মধ্যেই চালু হতে যাচ্ছে ফেসবুক টিভি। ফেসবুক ইতিমধ্যেই তাদের এই নতুন পরিষেবা ‘ফেসবুক টিভি’র অংশীদারদেরকে তাদের ‘স্পটলাইট’ শো এর প্রথম পর্ব জমা দিতে বলে দিয়েছে। এই অনুষ্ঠানগুলোর দৈর্ঘ্য হবে কমপক্ষে ৫ থেকে ১০ মিনিট, যা ‘ফেসবুক টিভি’র ক্ষেত্রে ফেসবুকের সঙ্গে অংশীদারিত্বে থাকা মিডিয়া কোম্পানিগুলো তৈরি করবে। এসব শো এর ৪৫ শতাংশ বিজ্ঞাপন রাজস্ব পাবে মিডিয়া কোম্পানিগুলো।

ফেসবুকের একজন মুখপাত্র অবশ্য এ তথ্য প্রত্যাখ্যান করেছেন। বরং তার দেয়া তথ্যমতে, ফেসবুকের ভবিষ্যতের টিভি প্রোগ্রামগুলো যা ফেসবুক পরবর্তীতে চালু করার পরিকল্পনা করছে তা হবে ২০-৩০ মিনিটের যা একমাত্র ফেসবুকের মালিকানাধীন অনুষ্ঠানই হবে। ‘ফেসবুক টিভি’তে যেসব মিডিয়া কোম্পানি অংশীদার তাদের মধ্যে রয়েছে নাইন মিডিয়া গ্রুপ, বাজফিড, এটিটিএন এবং ভক্স মিডিয়া (যার মালিক দ্য ভার্জ)।

এই টিভি অনুষ্ঠানগুলো মূলত জুন মাসেই ‘ফেসবুক টিভি’তে মুক্তি পাওয়ার কথা ছিল। বিলম্বিত হয়ে তা এখন আগস্টে মুক্তি পেতে পারে। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য ব্লুমবার্গকে বলেছেন যে, এক্ষেত্রে আরো বিলম্ব ঘটতেই পারে।

ফেসবুক এক বিবৃতিতে বলেছে যে, তারা প্যাকড নিউজ ফিডের চেয়ে এখন ‘ফেসবুক টিভি’র ভিডিও এর জন্য বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনদাতাদের কাছে বেশি করে আহবান জানাচ্ছেন। এ থেকেই বুঝা যায় যে কোম্পানিটি দীর্ঘমেয়াদী আয়ের দিকে ধাবিত হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!