• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী ১০ বছরেই পৃথিবী থেকে বিলুপ্ত হবে কলা!


স্বাস্থ্য ডেস্ক আগস্ট ২০, ২০১৬, ০৬:০৪ পিএম
আগামী ১০ বছরেই পৃথিবী থেকে বিলুপ্ত হবে কলা!

বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় ফল কলা। পুষ্টিগুণের পাশাপাশি এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। কলাহীন পৃথিবীর কথা এতদিন কারো মনে নাও আসতে পারে। কিন্তু এখন থেকে ভাবতে হতে পারে। কেননা গবেষকরা বলছেন, পৃথিবী থেকে হারিয়ে যাবে কলা। আর সেটা নাকি আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যেই হবে।

কিন্তু কেন এমনটা হবে? বিজ্ঞানীদের দাবি, কলা এমন রোগে আক্রান্ত হবে যে তার ‘অপমৃত্যু’ হবে। বিশ্বের সব কলাগাছই ছত্রাকজনিত রোগে আক্রান্ত। আর এ কারণেই বিজ্ঞানীদের এমন শঙ্কা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কলার রোগে আক্রান্ত হওয়ার কারণ বিশ্লেষণ করতে শুরু করেছেন। তাঁদের দাবি, ছত্রাকজনিত রোগে আক্রান্ত হওয়ার কারণে কলা চাষ কমতে শুরু করেছে। আর যেভাবে এই ছত্রাক ছড়িয়ে পড়ছে, তাতে আগামী দিনে কলা চাষ বন্ধই হয়ে যাবে। সূত্র : জিনিউজ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!