• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী ৮ আগস্ট ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০১৭, ০৯:২৮ পিএম
আগামী ৮ আগস্ট ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী

ঢাকা: আগামী ৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে সপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন।

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী বাংলাদেশ আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় পালন করবে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে। 

কর্মসূচি

সকাল ৮টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ কর্মসূচি পালনে বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!