• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আগে খালেদার জিয়ার মুক্তি, পরে ভোটের লক্ষ্য বিএনপির


বিশেষ প্রতিনিধি মার্চ ২২, ২০১৮, ০১:০৭ পিএম
আগে খালেদার জিয়ার মুক্তি, পরে ভোটের লক্ষ্য বিএনপির

ঢাকা : খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যেতে আগ্রহী নয় বিএনপি। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, ভোটের পরিবেশ তৈরি হলে মুক্ত খালেদা জিয়াকে সঙ্গে নিয়েই সংসদ নির্বাচনে লড়বেন তারা। তবে দল প্রধানের মুক্তির আন্দোলনের পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতি রাখছে বিএনপি।

এক মাসের বেশি সময় ধরে কারাগারে জিয়া অরফানেজ মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। উচ্চ আদালতে জামিন পেলেও আইনি জটিলতায় মুক্তি পাননি এখনও। দল প্রধান মুক্ত না হলে ২০১৪ সালের মতো নির্বাচন বর্জনের পক্ষে দলটির নেতারা।

তবে আগামী নির্বাচনের জন্য প্রার্থী বাছাই-জরিপসহ সব ধরণের প্রস্তুতি রাখছে বিএনপি। জ্যেষ্ঠ নেতারা বলছেন, পরিস্থিতি বুঝে নেয়া হবে ভোটে যাওয়া না-যাওয়ার সিদ্ধান্ত।

রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন নির্বাচনের চেয়ে খালেদা জিয়ার মুক্তিই প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন বিএনপি নেতারা।

সোনালীনিউজ/জেডআরসি

Wordbridge School
Link copied!