• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগেই হেরে যাওয়া বিএনপির পুরনো অভ‌্যাস: কাদের


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৯, ২০১৬, ০৭:০২ পিএম
আগেই হেরে যাওয়া বিএনপির পুরনো অভ‌্যাস: কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির তো অভ্যাস আছে নির্বাচনের আগেই হেরে যাওয়া। এটাতো তাদের পুরনো অভ্যাস। তারা তো এখন নালিশ পার্টি হয়ে গেছে। আমরা এখনও নির্বাচন কমিশনের আচরণবিধি কেউ লঙ্ঘন করিনি। নির্বাচনের আগ পর্যন্ত আমরা তা লঙ্ঘন করব না।

সোমবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক উৎসবের সমাপনী উপলক্ষে বিশ্ববিদ‌্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ সিটি করপোরেশন নির্বাচনে ‘যাকে খুশি’ ভোট দিয়ে নির্বাচিত করবে, সেখানে সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না। এ বিষয়ে জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা রয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন ভূমিকা পালন করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ‘অতীতের ভুলের খেসারত দিচ্ছে’ যে কোনো কাজেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। বিএনপি সেটা নিতে পারেনি, তাইতো তারা এখন ভুলের খেসারত দিচ্ছে। আমি আশা করি বিএনপি আগামী দশম জাতীয় নির্বাচনে আর এই ভুল করবে না। তারা নির্বাচনে অংশ নেবে। তারা নির্বাচনে অংশ নেয়নি এটা আমাদের দোষ না।

আয়োজিত এ অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান। এসময় অন‌্যদের মধ‌্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. শহীদুলল্লাহ সিকদার, অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক এ এস এম জাকারিয়া, অধ্যাপক মোহাম্মদ আলী অসগর মোড়ল অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রথমবারের মত দলীয় প্রতীকে হচ্ছে। বিভিন্ন দলের সাত প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও মূল আলোচনা চলছে আওয়ামী লীগের প্রার্থী বিগত মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপির সাখাওয়াত হোসেন খানকে নিয়ে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!