• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ নেইমার-এমবাপ্পের মুখোমুখি সালাহ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০১৮, ০১:৫৫ পিএম
আজ নেইমার-এমবাপ্পের মুখোমুখি সালাহ

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পিএসজি-লিভারপুল। এটি যতটা না পিএসজি-লিভারপুলের ম্যাচ তারচেয়েও বেশি নেইমার-এমবাপ্পে বনাম মোহাম্মদ সালাহর ম্যাচ। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

গত বছর নেইমার বার্সেলোনা থেকে এসেও চ্যাম্পিয়ন্স লিগ দিতে পারেননি পিএসজিকে । এবার সে লক্ষ্যেই লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করছে পিএসজি।

সেই ম্যাচের আগে লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ স্বস্তিতে তাঁর ব্রাজিলীয় ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোকে পাওয়ার জন্য। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে চোখে আঘাত পেয়েছিলেন ফিরমিনো। ফলে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে তাঁর মাঠে নামা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু এদিন চোখ পরীক্ষার পরে চিকিৎসকেরা জানিয়েছেন ফিরমিনোকে খেলানো যেতে পারে। আর তা শোনার পরেই লিভারপুল কোচ বলেছেন, ‘যদি আজ (সোমবার) ম্যাচ থাকত তা হলে ফিরমিনোকে খেলানো যেত না। আপাতত ও সুস্থ। ওকে রেখেই দল সাজাচ্ছি আমরা।’

মঙ্গলবার রাতে নেইমার শুরু থেকেই খেলবেন। গত শনিবার লিগ ওয়ানের ম্যাচে তাঁকে বিশ্রাম দিয়েছিলেন পিএসজি কোচ টমাস টুসেল। ফলে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ লিগের এই ম্যাচ দুই জার্মান কোচ ও দুই ব্রাজিলীয় ফুটবলারের একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। নেইমারকে প্রসঙ্গে ক্লপ বলে দিলেন,‘গত সপ্তাহের শেষে নেইমারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ফলে লিভারপুলের বিরুদ্ধে একশো শতাংশ তরতাজা অবস্থাতেই মাঠে নামবেন ব্রাজিলীয় ফুটবলার। ‘নেইমার প্যাকেজ’ দেখা ও সামলানোর জন্য আমরা তৈরি।’

শুধু নেইমার নয়, লিভারপুলকে সামলাতে হবে কিলিয়েন এমবাপ্পে-এডিনসন কাভানি-অ্যাঙ্গেল ডি মারিয়াদেরও। সে কারণেই লিভারপুল কোচের পিএসজিকে নিয়ে এত সমীহ, ‘চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিট দল পিএসজি। বেশ কিছু ভালো মানের ফুটবলার রয়েছে পিএসজিতে। এই ধরনের প্রতিপক্ষকে সব সময়েই আমি পছন্দ করি। যদি কোচ না হতাম, তা হলেও এই ম্যাচটা দেখতে মুখিয়ে থাকতাম। তবে ঘরের মাঠে খেলায় একটা সুবিধা রয়েছে লিভারপুলের কাছে। আমাদের সেই সুবিধা নিতে হবে।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!