• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচে থাকছে না প্রীতি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৬, ২০১৮, ১১:৩১ এএম
আজ ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচে থাকছে না প্রীতি

ঢাকা: ল্যাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল বৈরিতার কথা কারও অজানা নয়। যখনই এ দু’দল মুখোমুখি হয় গোটা ফুটবল দুনিয়া দু’ভাগে বিভক্ত হয়ে যায়। মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১২টায়।

হোক না প্রীতি ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আবহ তৈরি হয়েছে। কারণ দুই শিবির থেকেই এমন মন্তব্য এসেছে, তাতে পরিষ্কার, কোনও দলই এই খেলাটাকে আর পাঁচটা প্রীতি ম্যাচ হিসেবে দেখতে চাইছে না। আগের প্রীতি ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারালেও সেলেসাওদের খেলা খুব উঁচুমানের হয়নি। ব্রাজিল কোচ তিতেও তা মানছেন। তিনি বলেছেন, ‘ওই ম্যাচে সামগ্রিকভাবে আমরা খুব ভালো খেলতে পারিনি। কিন্তু আক্রমণভাগ ভালো খেলায় জিততে পেরেছি। তাই বলছি, আর্জেন্টিনা ম্যাচটা মোটেই প্রীতি নয়। দলের খেলোয়াড়েরা সেটা বুঝতে পারছে।’

অন্যদিকে, আর্জেন্টিনার ফুটবলার ইন্টার মিলানের অধিনায়ক মাউরো ইকার্দি আরও এক কাঠি সরেস। তাঁর কথায়,‘ আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ কখনওই প্রীতি হতে পারে না। এই ম্যাচকে ঘিরে উদ্দীপনা তুঙ্গে ওঠে। এই ম্যাচে মাঠে নামা মানেই অন্য আবহ। তাই আমাদের দল তৈরি।’
তিতে প্রচণ্ড গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টিনা ম্যাচকে। আগের ম্যাচে বিরতির ঠিক আগে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস।

আর্জেন্টিনার বিরুদ্ধে সম্ভবত প্রথম থেকে জেসুসকে নামাবেন না তিতে। পরিবর্তে নামতে পারে রবার্ত ফিরমিনো। মূল অস্ত্র নেইমারকে একটু নিচের থেকে খেলাবেন কোচ। বিশ্বকাপে প্রত্যাশা পূরণ হয়নি। তিতের মাথায় এখন থেকেই ঘুরতে শুরু করেছে ২০১৯–এর কোপা আমেরিকা। আয়োজক দেশ হিসেবে এই প্রতিযোগিতা জিততে মরিয়া হবে ব্রাজিল, সেটাই স্বাভাবিক। কোপার পরই শুরু হবে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা। তাই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন তিতে। প্রীতি ম্যাচগুলোতে দেখে নিচ্ছে খেলোয়াড়দের।

আর্জেন্টিনা চাপ নিচ্ছে না। দলে নেই মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপের পর দলের অন্তর্বর্তিকালীন কোচ লিওনেল স্কালোনি দলকে নতুনভাবে তৈরি করার প্রক্রিয়ায় হাত দিয়েছেন। আগের ম্যাচে ইরাককে হারাতে বেগ পেতে হয়নি। জয়ও এসেছে ৪–০ গোলের বড় ব্যবধানে। তবে ইকার্দি বলেছেন, ‘ইরাক ম্যাচটা মোটেই সহজ ছিল না। ওরা মাঝে মাঝেই লড়াইয়ে ফেরার চেষ্টা করছিল। আমরা সেটা সামলেই খেলেছি।’ ইকার্দির আরও বলেন, ‘আমাদের অনুশীলন খুব ভালো হচ্ছে। আর্জেন্টিনার ভবিষ্যতের কথা ভেবেই আমরা প্রস্তুত করছি নিজেদের।’

ব্রাজিল ম্যাচের গুরুত্বের কথা ভেবেই আক্রমণে জুভেন্টাস তারকা পাওলো দিবালার সঙ্গে ইকার্দিকে জুড়ে দেবেন স্কালোনি। সঙ্গে থাকবেন অ্যাঞ্জেল কোরিয়া। পাশাপাশি নেইমারদের বিরুদ্ধে রক্ষণ সংগঠনকে মজবুত করতে দলে ফিরতে চলেছেন সেন্টার ব্যাক ওটামেন্ডি।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!